ঘরে বসে এসইও (SEO) শিখুন (ডিজিটোনিকা ফ্রিল্যান্স একাডেমির সাথে এসইও শিখুন)

ঘরে বসে এসইও (SEO) শিখুন (ডিজিটোনিকা ফ্রিল্যান্স একাডেমির সাথে এসইও শিখুন)

এসইও (SEO) হলো সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের সংক্ষিপ্ত রুপ। এটি এমন একটি প্রক্রিয়া যা কোনো কন্টেন্ট বা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেইজের (SERP) প্রথম দিকে দেখাতে সাহায্য করে। এটি ফ্রিল্যান্সিং এর ডিজিটাল মার্কেটিং সেক্টরের এমন একটি স্কিল যার চাহিদা বর্তমান মার্কেটপ্লেসে প্রতিনিয়ত বেড়েই চলেছে। বহুল সংখ্যাক ফ্রিল্যান্সার ঘরে বসে এই স্কিল আয়ত্ব করে মার্কেটপ্লেসে ভালো কাজের মাধ্যমে প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকা আর্ণ করছে।

ঘরে বসে এসইও (SEO) শিখতে প্রাথমিক পর্যায়ে আপনি “এসইও” সম্পর্কিত বিভিন্ন গাইডলাইন, বই, ইউটিউব ভিডিও, ব্লগ, ফোরাম ইত্যাদি অনুসরণ করতে পারেন। এরপর এডভান্সড স্টেপ হিসেবে আপনি কোনো বিশ্বস্ত অনলাইন কোম্পানির এসইও (SEO) কোর্স করতে পারেন যার মাধ্যমে আপনি এসইও (SEO) সম্পর্কিত কমপ্লিট গাইডলাইন পেয়ে যাবেন ঘরে বসেই! আজকের আর্টিকেলে আমরা জানবো কিভাবে আমরা ঘরে বসেই এসইও শিখতে পারি।

যা থাকছে আজকের আর্টিকেলে:

  • এসইও কি? (What is SEO?) 
  • ঘরে বসেই কি এসইও (SEO) শেখা যায়? (Can SEO be learned at home?)
  • কিভাবে ঘরে বসে এসইও শিখতে পারি? (How to learn SEO at home?) 
  • অনলাইন কোর্সের মাধ্যমে ঘরে বসে এসইও (SEO) শেখা (Learn SEO at home with online course)
  • কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Some important question and answer)  
  • শেষ কথা (Last summary)

এসইও (SEO) কি? (What is SEO?)

এসইও (SEO) হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি কন্টেন্ট বা ওয়েবসাইট সেই সার্চ ইঞ্জিন র‍্যাংকে এগিয়ে থাকে। ফলে ভিজিটর্স যখন সেই কন্টেন্ট রিলেটেড বিষয়গুলো সার্চ ইঞ্জিনে সার্চ করে তখন সবচেয়ে ভালো এসইও করা ওয়েবসাইট ও কন্টেন্টগুলো সার্চ ইঞ্জিন তার রেজাল্ট পেইজের প্রথম দিকে প্রদর্শন করে। আর দেখা যায় ভিজিটর্স বেশিরভাগ ক্ষেত্রেই সেই প্রথম পেইজের কন্টেন্টগুলোতে ক্লিক করে যার মাধ্যমে সেই ওয়েবসাইট মালিকগন অধিক লাভবান হন। প্রতিটি সার্চ ইঞ্জিন যেমন: গুগল (Google), বিং (bing), ইয়াহু (Yahoo) ইত্যাদির কিছু শর্তাবলি বা টার্ম (Term) থাকে যা এসইও (SEO) এর জন্য গুরুত্বপূর্ণ। যেমন : ব্যাকলিংক (Backlink), ক্লকিং (cloaking), কিওয়ার্ড স্টাফিং (keyword staffing), লিংক ফার্ম (Link farm) ইত্যাদি ; এগুলো সবই এসইও (SEO) এর অংশ। 

ঘরে বসেই কি এসইও শেখা যায়? (Can SEO be learned at home?) 

এসইও (SEO) শব্দটির পূর্নরুপ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search engine optimization). যেহেতু এখানে সার্চ ইঞ্জিন কথাটি রয়েছে তার মানে খুব সহজেই বোঝা যাচ্ছে এটি সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত একটি অনলাইন ভিত্তিক কাজ। তাই চাইলে ঘরে বসেই অফলাইন প্রতিষ্ঠানের মতো বিভিন্ন ভার্চুয়াল উপকরণের মাধ্যমেও এসইও (SEO) শেখা যায়। 

কিভাবে ঘরে বসে এসইও শেখা যায়?  (How to learn SEO at home?)

যেকোনো কিছু শেখার জন্যই প্রথমে প্রয়োজন শেখার আগ্রহ ও সদ্বিচ্ছা। আপনি যদি ঘরে বসেই এসইও (SEO) শেখার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকেন তাহলে এই আর্টিকেলটি হতে পারে আপনার জন্য একটি ভালো গাইডলাইন। 

যেহেতু আপনি ঠিক করেছেন যে, কোনো ফিজিক্যাল প্রতিষ্ঠান বা মেন্টরের কাছে না গিয়ে ঘরে বসেই আপনি এসইও (SEO) শিখবেন তাহলে আপনাকে অবশ্যই বিভিন্ন ভার্চুয়াল উপকরনের দ্বারস্থ হতে হবে। এসকল ভার্চুয়াল উপকরণগুলো হতে পারে এসইও (SEO) গাইডলাইন সম্পর্কিত বই, ব্লগ, ফোরাম, ইউটিউব ভিডিও, অনলাইন কোর্স ইত্যাদি। নিচে ঘরে বসে এসইও (SEO) শেখার উদ্দেশ্যে আপনি যেই স্টেপগুলো ফলো করতে পারেন তা কয়েকটি পয়েন্টে তুলে ধরা হলো।

প্রচুর পড়াশোনা করা:

হ্যাঁ ঘরে বসে এসইও (SEO) শিখতে হলে যে বিষয়টি প্রথমেই আপনাকে করতে হবে তা হলো প্রচুর পরিমাণে রিসার্চ ও স্টাডি। প্রচুর পরিমাণে রিসার্চ ও স্টাডি যে এসইও (SEO) শেখার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ তা একজন সফল এসইও (SEO) এক্সপার্টকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন।

এসইও (SEO) শিখতে হলে আপনাকে অবশ্যই এসইও (SEO) এর বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক যেমন: অন পেইজ এসইও (On page SEO), অফ পেইজ এসইও (Of page SEO), টেকনিক্যাল এসইও (Technical SEO), পেইড এসইও (Paid SEO), অর্গানিক এসইও (Organic SEO), ব্ল্যাক হ্যাট এসইও (Black hat SEO) হোয়াইট হ্যাট এসইও (White hat SEO) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে স্পষ্ট ও বিস্তারিত জানতে হবে। এসইও (SEO) সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইট ব্লগ, ফোরাম ও বই পড়ে প্রাথমিকভাবে এসইও (SEO) এর বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসগুলো সম্পর্কে জানুন। এগুলো আপনাকে এসইও (SEO) এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে বেসিক টু এডভান্স লেভেলের ধারণা দিবে যা আপনার জন্য এসইও (SEO) শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে।

উটিউব ভিডিও দেখা:

ইউটিউবে এসইও ( SEO) সম্পর্কিত ভিডিও দেখেও আপনি এসইও (SEO) শেখা শুরু করতে পারেন। এক্ষেত্রে আপনি স্টেপ বাই স্টেপ ভিডিও দেখে প্রায় সব টপিকই শিখতে পারবেন।

অনলাইন কোর্স 

বিভিন্ন অনলাইন একাডেমি বা প্রতিষ্ঠান রয়েছে যারা বিভিন্ন লাইভ ও রেকর্ডেড ক্লাস, ভিডিও কোর্স দিয়ে ফ্রিল্যান্সিং এর বিভিন্ন স্কিল শিখিয়ে থাকে। প্রয়োজন অনুসারে এসইও (SEO) সম্পর্কিত এরকম এক বা একাধিক কোর্স কিনে এসইও (SEO) শিখতে পারেন। 

প্র‍্যাক্টিস করা 

শুধুমাত্র শিখে গেলেই কিন্তু চলবেনা আপনার দরকার প্রচুর পরিমাণে প্র‍্যাক্টিস। যতক্ষণ পর্যন্ত আপনি নিজের শিক্ষনীয় জিনিসগুলো কাজে না লাগাচ্ছেন ততক্ষন কিন্তু আপনি নিজেকে একজন এসইও (SEO) এক্সপার্ট হিসেবে দাবী করতে পারেন না। এক্ষেত্রে আপনি নিজের একটি ওয়েবসাইট তৈরি করে আপনার শিক্ষনীয় বিষয়গুলো প্রয়োগের মাধ্যমে আপনার চর্চা অব্যাহত রাখতে পারেন। 

অনলাইন কোর্সের মাধ্যমে ঘরে বসে এসইও শেখা (Learn SEO at home with online course) 

অনলাইন কোর্স ঘরে বসে এসইও (SEO) শেখার জন্য সবচেয়ে বেশি কার্যকরী বলে আমার মনে হয়। কেননা ইউটিউব ভিডিও, ব্লগ ইত্যাদির মাধ্যমে আপনি এসইও (SEO) সম্পর্কে অনেক কিছু জানতে তো পারবেন, তবে এর বাইরেও প্র‍্যাক্টিকালি কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তখন হেল্প পাওয়াটা কষ্টসাধ্য হয়ে পড়ে, যার ফলে অনেকেই ডিমোটিভেটেড হয়ে শেখার আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু কোনো অনলাইন প্রতিষ্ঠানের সাথে শিখতে গেলে আপনাকে এই বিষয়টি নিয়ে চিন্তা করতে হবেনা, যেহেতু এগুলো পেইড কোর্স হয় তাই আপনাকে ভালোভাবে কাজ শেখানোর জায়গায় সেই ভেরিফাইড প্রতিষ্ঠানেরও একটি দায়বদ্ধতা থাকে। ফলে আপনি সহজেই আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন।

আর আপনি যদি ঘরে বসে এসইও (SEO) শেখার জন্য এমনই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের খোঁজ করে থাকেন যারা কম্পলিট গাইডলাইনের সাথে এসইও (SEO) শিখে আপনার ক্যারিয়ার গড়তে সাহায্য করবে তাহলে  DIGITONICA FREELANCE ACADEMY এর সল্পমূল্যর এসইও (SEO) কোর্সটি হতে পারে আপনার জন্য একটি বাজেট ফ্রেন্ডলি রাইট চয়েজ। এই এসইও কোর্সটি থেকে যা যা শিখতে পারছেন:

১.এসইও পরিচিতি

  • ডিজিটাল মার্কেটিং এ এস. ই. ও এর গুরুত্ব
  • ওয়েবসাইটের ভিজিবলিটি এবং ট্রাফিক এ এস. ই. ও এর উপকারিতা

ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরি হলো “এসইও”। এ অংশে ডিজিটাল মার্কেটিং এ “এসইও” এর গুরুত্ব কতখানি এবং ওয়েবসাইটের ভিজিবলিটি ও ট্র‍্যাফিক বাড়াতে “এসইও” কিভাবে কাজ করে তা জানতে পারবেন।

২. কিওয়ার্ড রিসার্চ এবং এনালাইসিস

  • এস. ই. ও তে কিউয়ার্ড রিসার্চের গুরুত্ব
  • কিউয়ার্ড রিসার্চ টুলস এবং টেকনিকস
  • কিউয়ার্ড কম্পিটিশন এবং সার্চ ভলিউম এনালাইসিস

এ অংশে কিওয়ার্ড রিসার্চ, সার্চ ভলিউম এনালাইসিস, বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ টুলস ও টেকনিক সম্পর্কে জানতে পারবেন।

৩. অন পেজ এস. ই. ও টেকনিকস

  • ওয়েবসাইট স্ট্রাকচার এবং নেভিগেশন অপটিমাইজেশন
  • টাইটেল ট্যাগ, মেটা ডেসক্রিপশন এবং হেডার ট্যাগস অপ্টিমাইজেশন
  • কন্টেন্ট অপ্টিমাইজেশন (কিউয়ার্ড প্লেসমেন্ট এবং ফর্মেটিং)
  • ইমেজ অপ্টিমাইজেশন এবং অলট টেক্সট
  • ইউআরএল এবং সাইট স্পীড অপ্টিমাইজেশন

এ অংশে মূলত অন পেইজ এস.ই.ও (On page SEO) এবং এর বিভিন্ন টেকনিক যেমন কন্টেন্ট ও ইমেজ অপ্টিমাইজেশন, টাইটেল ট্যাগ, মেটা ডেস্ক্রিপশন, সাইট স্পীড অপ্টিমাইজেশন ইত্যাদি; বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

৪. অফ পেজ এস. ই. ও স্ট্রাটেজি

  • অফ পেজ এস. ই. ও এবং লিংক বিল্ডিং এর গুরুত্ব
  • হাইকোয়ালিটি ব্যাকলিংক তৈরি
  • সোশ্যাল সিগনাল এবং এর গুরুত্ব
  • গেস্ট ব্লগিং এবং ইনফ্লুয়েনস্যার আউটরিচ
  • অনলাইন ডায়রেক্টিস এবং লোকাল লিস্টিং

এ অংশে মূলত অফ পেইজ এস.ই.ও (Of page SEO) এর ধারণা ও এর বিভিন্ন স্ট্র‍্যাটেজি সম্পর্কে জানতে পারবেন। 

৫. টেকনিক্যাল এস.ই.ও

  • ওয়েবসাইট ক্রল এবং ইনডেক্স
  • xml সাইটম্যাপ এবং রোবট টেক্সট অপ্টিমাইজেশন
  • ইউ আর এল ক্যানোনিকালাইজেশন এবং রিডাইরেক্টশন
  • ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু
  • স্কিমা মার্কআপ এবং স্ট্রাকচারাড ডাটা

এ অংশে এস.ই.ও এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক টেকনিক্যাল এসইও (Technical SEO) এর আগাগোড়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।  

৬. কম্পিটেটর এনালাইসিস

  • মূল কম্পিটেটর এবং তাদের এস. ই. ও স্ট্রাটেজি
  • কম্পিটেটর ব্যাকলিংকস এবং কিউয়ার্ড এনালাইসিস
  • কম্পিটটেটর কন্টেন্ট এবং সোশ্যাল মিডিয়া প্রেজেন্স বোঝা
  • কম্পিটিটরদের থেকে ইফেক্টিভ এবং নতুন স্ট্রাটেজি বের করা ও ইমপ্লিমেন্ট করা

বর্তমানে বিভিন্ন সার্চ ইঞ্জিনগুলোতে র‍্যাংকিং প্রতিযোগিতায় টিকে কোনো কন্টেন্ট বা ওয়েবসাইট র‍্যাংক করানো বেশ ট্রিকি। এ অংশে কম্পিটিটরদের স্ট্র‍্যাটেজি বুঝে তাদের সাথে পাল্লা দেয়ার ইফেক্টিভ প্রসেস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। 

৭.গেস্ট পোস্টিং স্ট্র‍্যাটেজি এবং আউটরিচ

  • অথরিটিভ গেস্ট পোস্টিং অপরচুনিটি খুঁজে বের করা
  • ওয়েবসাইট মালিকদের কাছে গেস্ট পোস্টের আইডিয়া পিচ করা
  • ভালো মানের কন্টেন্ট লিখা এবং অপ্টিমাইজড করা
  • ওয়েবসাইটের মালিক অথবা অথরের সাথে রিলেশনশিপ তৈরি করা

এ অংশে বিভিন্ন ইফেক্টিভ গেস্ট পোস্টিং স্ট্র‍্যাটেজি, ওয়েবসাইট ওনারদের সাথে রিলেশনশিপ বিল্ডিং ইত্যাদি; সম্পর্কে জানতে পারবেন। 

এছাড়াও এই ভার্চুয়াল একাডেমিতে আপনি ডিজিটাল মার্কেটিং এর আরও কিছু গুরুত্বপূর্ণ কোর্স পেয়ে যাবেন খুবই সল্পমূল্যে। 

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Some important question and answer) 

নিচে এসইও (SEO) সম্পর্কে জিজ্ঞাসিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সংযোজন করা হলো। 

এসইও শেখা কি খুব কঠিন?

এসইও (SEO) শেখা খুব কঠিন নয় আবার একেবারে জলের মতো সোজাও নয়! আপনি যদি ভেবে থাকেন দু-চারটি ভিডিও দেখে ও ব্লগ পড়ে অল্প কিছুদিনের মধ্যেই একজন এসইও এক্সপার্ট হয়ে যাবেন তাহলে সেটা হবে অলীক কল্পনা। এসইও (SEO) একটি দীর্ঘ প্রক্রিয়া যা আপনাকে ধৈর্যের সাথে ডেডিকেশান নিয়ে শিখতে হবে ও পাশাপাশি চর্চা চালিয়ে যেতে হবে। 

বিভিন্ন মার্কেটপ্লেসে এসইও ( SEO) এর চাহিদা কেমন? 

এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফ্রিল্যান্সিং এর এমন একটি স্কিল যার চাহিদা অপরিসীম। শুধুমাত্র গুগলের মতো সার্চ ইঞ্জিন নয় পাশাপাশি ফেইসবুক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোতেও এসইও (SEO) এর ব্যবহার হয়ে থাকে। ফাইভার ও আপওয়ার্ক এর মতো জনপ্রিয় ডিজিটাল মার্কেটপ্লেসে এসইও (SEO) এর প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। 

শেষ কথা, (Last summary)

প্রিয় পাঠক এসইও (SEO) এমন একটি স্কিল যা অর্জন করে বহুল সংখ্যাক ফ্রিল্যান্সার প্রতিনিয়ত সাবলম্বী হয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে। অনেকেই ঘরে বসে এসইও শিখতে চাচ্ছেন তবে সঠিক গাইডলাইন পাচ্ছেন না। আজকের আর্টিকেলটি আমরা এমনই কিছু এসইও (SEO) গাইডলাইন সম্পর্কিত বিষয় দিয়ে সাজানোর চেষ্টা করেছি যা পাঠকের উপকারে আসবে বলে আশা করছি। এতক্ষণ ধৈর্য্য সহকারে আর্টিকেলটি পড়ার জন্য অনেক ধন্যবাদ!

 

3 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Samiul

খুবই ইনফরমেটিভ ও সাজানো গোছানো আর্টিকেল। ভালো লেগেছে

SIRAJUL ISLAM SUNNY

ব্লগটি সুন্দরভাবে সাজানো এবং অনুসরণ করতে সহজ