লোগো ডিজাইন করে আয়: আপনি হয়তো শুনে থাকবেন লোগো ডিজাইন করে ইন্টারনেট থেকে আয় করা যায। লোগো ডিজাইন গ্রাফিক্স ডিজাইনের একটি অংশ।লোগো ডিজাইন একটি জনপ্রিয় ও সৃজনশীল কাজ। ফ্রিল্যান্সিং সেক্টরে লোগো ডিজাইনের চাহিদা ব্যাপক এবং চাকুরী বা লেখাপড়ার পাশাপাশি যথেষ্ট সময় ব্যয় করে লোগো ডিজাইন করে একটা আয়ের উৎস তৈরি করা সম্ভব।
আজকে আমরা আলোচনা করব লোগো ডিজাইন কি? এবং কিভাবে লোগো ডিজাইন করে ইনকাম সৃষ্টি করা যায? লোগো ডিজাইন কোথা থেকে শিখব? লোগো ডিজাইনের ভবিষ্যৎ? ক্যারিয়ার হিসেবে লোগো ডিজাইন কেমন?
লোগো ডিজাইন কি?:
আমাদের চারপাশের বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোকে একটি ইমেজ অথবা লোগো প্রতিনিধিত্ব করে। ইমেজটির মাধ্যমে আমরা কোম্পানিগুলোকে সহজেই চিনতে পারি এবং আমাদের মনে রাখা সম্ভব হয়। বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোকে প্রতিনিধিত্বকারী ইমেজটিকে আমরা লোগো বলে থাকি।কোম্পানির লোগো যত সৃজনশীল, সিম্পল ও আকর্ষণীয় হবে জনগণের মাঝে ততো সুপরিচিত লাভ করবে। উদাহরণস্বরূপ:গ্রামীণফোন,রবি,স্যামসাং,ইভ্যালি,কোকাকোলা ইত্যাদি।
লোগো ডিজাইন কেন শিখবেন?
সৃজনশীল এবং পরিশ্রমী ব্যক্তিদের কাছে লোগো ডিজাইন শেখা সহজতর একটি বিষয়। যেমন প্রত্যেকটি নতুন কোম্পানি জন্য অনন্য একটি লোগোর প্রয়োজন হয় তুলনামূলকভাবে ভালো লোগো ডিজাইনার এর যোগান কম। সাধারনত একটি লোগো ডিজাইনের জন্য ৫ থেকে ৫০০ ডলার পর্যন্ত চার্জ করা হয়। যে কেউ ইচ্ছা করলে গ্রাফিক্স ডিজাইনের শুধুমাত্র লোগো ডিজাইন করেই একটি ভালো আর্নিং সোর্স সৃষ্টি করতে পারে।
কিভাবে লোগো ডিজাইন করে আয় করা যায়?
বর্তমানে লোগো ডিজাইন এর কাজ ফ্রিল্যান্সাররা বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে করে থাকে। আবার কেউ কেউ লোগো ডিজাইন অফলাইনে করেই আর্নিং করতে পারে। সাধারণত লোগো ডিজাইনারদের প্রবণতা থাকে বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলোতে কাজ করার। ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলো যেমন:
একজন লোগো ডিজাইনার এর অফলাইন এবং অনলাইন উভয় ক্ষেত্রেই ব্যাপক চাহিদা রয়েছে। একজন লোগোর ডিজাইনার 50 ডলার থেকে 2000 ডলার পর্যন্ত আয় করতে পারে এবং কোম্পানি ভেদে তা ভিন্ন ভিন্ন হতে পারে আরও বাড়তে পারে। লোগো ডিজাইন করে বিভিন্ন প্রতিযোগিতামূলক সাইটে আপলোড করে সেখান থেকে প্যাসিভ ইনকাম ও করা যায়। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতেও ১৪% এর বেশি গ্রাফিক্স ডিজাইনের বা লোগো ডিজাইন এর ওপর নির্ভরশীল ।
লোগো ডিজাইন কোথা থেকে শিখতে পারবো?
এটা খুবই কমন প্রশ্ন। ফ্রীলান্সিং ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন অথবা লোগো ডিজাইন শেখা পুরোপুরি যে শিখতে চায় তার ওপর নির্ভরশীল। যে কেউ অনলাইন অথবা অফলাইন প্ল্যাটফর্ম থেকে গ্রাফিক্স ডিজাইন শিখে নিতে পারে। কেউ যদি ফ্রিতেই গ্রাফিক ডিজাইন বা লোগো ডিজাইন শিখতে চায় তাহলে গুগল অথবা ইউটিউব এবং বিভিন্ন প্ল্যাটফর্মে ফ্রী রিসোর্স আছে সেগুলো থেকে সহজেই শিখে নিতে পারে।
অথবা একটি কোর্স কিনে আন্তরিকতার সাথে কোর্সটি সম্পন্ন করলে লোগো ডিজাইন সহজে শেখা যেতে পারে ।
ক্যারিয়ার হিসেবে লোগো ডিজাইন :
লোগো ডিজাইন করে আয়: একজন দক্ষ এবং সৃজনশীল লোগো ডিজাইনারের চাহিদা সব সময় থাকে টপ লেভেলে। বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের লোগো ডিজাইনারদের হায়ার করে এবং একেকটি ডিজাইনের জন্য সর্বোচ্চ 2000 ডলার পর্যন্ত দিতে পারে। একজন দক্ষ ডিজাইনার একটি এজেন্সি শুরু করে কোম্পানি দাঁড় করাতে পারে যা চাকুরী থেকে অনেক সুবিধাজনক।শুধুমাত্র গ্রাফিক ডিজাইনে লোগো ডিজাইন অংশেই ভালো দক্ষতা অর্জন করে একটি সুন্দর ক্যারিয়ার গড়া সম্ভব । যদি আপনার পরিশ্রম করার মানসিকতা থাকে কনফিডেন্স এবং সৃজনশীল মনোভাব থাকে তাহলে ফ্রীলান্সিং ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন এর লোগো ডিজাইনে ক্যারিয়ার গড়া সম্ভব।
লোগো ডিজাইন এর ভবিষ্যৎ – লোগো ডিজাইন করে আয়:
পৃথিবীতে নিত্যনতুন বিভিন্ন কোম্পানির উদ্ভব ঘটছে। একটি কোম্পানির জন্য প্রয়োজন ইউনিক এবং সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় লোগো যা তৈরি করার জন্য একজন দক্ষ ডিজাইনার এর প্রয়োজন। কিছু জিনিস মাথায় রেখে লোগো ডিজাইনের কাজ করলে লোগো ডিজাইনের ক্ষেত্রে সুন্দর ভবিষ্যৎ গড়াখুবই সম্ভাবনাময় ও নিশ্চিত।
খুবই সিম্পল এবং আকর্ষণীয় ডিজাইন তৈরি:
সাদাসিধা এবং আকর্ষণীয় ডিজাইন যে কেউ সহজেই মাথায় রাখতে পারে এবং বুঝতে পারে। ডিজাইন যত সিম্পল এবং আকর্ষনীয় হবে তত্ত বোধগম্যতা বাড়বে। তাই আকর্ষণীয় এবং সাদাসিধা লোগোর খুবই চাহিদা বিদ্যমান।
ডিজাইন অনন্য হতে হবে:
যেকোন লোগো তৈরি করলে তা হতে হবে একদম আলাদা এবং ইউনিক যার অন্য কোন কোম্পানীর লোগোর সাথে মিল থাকবে না।একটি লোগো সেই কোম্পানিটিকে প্রতিনিধিত্ব করবে। কোন নকল কনসেপ্ট দিয়ে লোগো ডিজাইন করলে তার গ্রহণযোগ্যতা কমে যায়।
যুগোপযোগী এবং লোগোর উদ্দেশ্য পরিষ্কার হতে হবে:
ডিজাইনের মাধ্যমে লোগোটিকে এমন একটি ভিজুয়াল রূপ দিতে হবে যেন লোগোটি দেখলেই প্রতিষ্ঠান বা কোম্পানির লক্ষ্য ও উদ্দেশ্য বোঝা যেতে পারে। একটি যুগোপযোগী লোগো যে কোন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস এর পরিচয় বহন করে থাকে। যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান বা কোম্পানির সার্ভিস এবং প্রোডাক্ট এর ওপর নির্ভর করেই যেকোনো লোগো তৈরি করা উচিত।
লোগো ডিজাইনের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ও উপকরণাদি :
লোগো ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে অবশ্যই একটা ভালো কনফিগারেশনের কম্পিউটার থাকতে হবে। গ্রাফিক্স ডিজাইন বা লোগো ডিজাইন শিখতে হলে যে সফটওয়্যারগুলো জানা আবশ্যক যথা:
অ্যাডোবি ফটোশপ, এডোবি ইলাস্ট্রেটরএবং করেল ড্র।আরো কিছু জনপ্রিয় সফটওয়্যার রয়েছে। এই সফটওয়্যার গুলো সচরাচর ব্যবহৃত হয়।
প্যাসিভ ইনকাম করার ক্ষেত্রে লোগো ডিজাইন একটি অন্যতম পছন্দের বিষয়। frrepik.com এ লোগো আপলোড করে প্যাসিভ আয়ের উৎস তৈরি করা যায়। অনলাইনে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে লোগো ডিজাইন ভূমিকা অনেক। একজন দক্ষ এবং সৃজনশীল লোগো ডিজাইনার তার ক্যারিয়ার তুঙ্গে রাখতে পারে লোগো ডিজাইনের মাধ্যমে অফলাইন এবং অনলাইন উভয় ক্ষেত্রেই।
লোগো ডিজাইন করে আয় নিয়ে সম্পূর্ণ লেখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই লেখাটি আপনার কাজে আসবে। আমরা আপনার মূল্যবান মতাতম আশা করছি!