সার্চ ইঞ্জিন মার্কেটিং কোথায় শিখবেন?

সার্চ ইঞ্জিন মার্কেটিং কোথায় শিখবেন

সার্চ ইঞ্জিন মার্কেটিং (এস.ই.এম) একটি জনপ্রিয় ফ্রিল্যান্স মার্কেটিং সিস্টেম যা “SEM” নামে অধিক সমাদৃত। সার্চ ইঞ্জিন মার্কেটিং শেখার জন্য অন্যতম একটি অনলাইন ভার্চুয়াল একাডেমি হচ্ছে DIGITONICA FREELANCE ACADEMY.

ডিজিটোনিকার “কম্প্রিহেনসিভ ডিজিটাল মার্কেটিং মাস্টারক্লাস” নামক কোর্স এর মাধ্যমে ঘরে বসেই আপনি খুব সহজে সার্চ ইঞ্জিন মার্কেটিং সম্পর্কে জানতে ও শিখতে পারবেন। আজকের আর্টিকেলে আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিং এর বিভিন্ন বিষয়বস্তু এবং কিভাবে ও কোথা থেকে এটি শিখতে পারেন তা নিয়ে আলোচনা করবো। 

আলোচ্য বিষয়:

  • সার্চ ইঞ্জিন মার্কেটিং কি? (What is search engine marketing?) 
  • ব্যবসার প্রচারে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর গুরুত্ব (Importance of search engine marketing in business) 
  • ক্যারিয়ার গঠনে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর ভূমিকা (Role of Search Engine Marketing in Career building) 
  • সার্চ ইঞ্জিন মার্কেটিং কিভাবে শিখবেন?  (How to learn search engine marketing?) 
  • সার্চ ইঞ্জিন মার্কেটিং শেখার জন্য বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান (Trusted online institute to learn search engine marketing)
  • শেষ কথা (Last summary)

সার্চ ইঞ্জিন মার্কেটিং কি? (What is search engine marketing?) 

সার্চ ইঞ্জিন মার্কেটিং শব্দটির দুটি অংশ হলো সার্চ ইঞ্জিন ও মার্কেটিং। শাব্দিক অর্থ দ্বারা বোঝা যায়  এটি সার্চ ইঞ্জিনের মাধ্যমে মার্কেটিং বা প্রচারণাকে বুঝিয়ে থাকে। সার্চ ইঞ্জিন মার্কেটিং একটি মার্কেটিং পদ্ধতি যেটি ডিজিটাল মার্কেটিং এর সাথে সম্পর্কিত। সহজভাবে বলতে গেলে বলা যায় যে, সার্চ ইঞ্জিনকে কাজে লাগিয়ে কোনো কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট প্রচারণাই সার্চ ইঞ্জিন মার্কেটিং। এটি সার্চ ইঞ্জিনের সাথে একটি আর্থিক চূক্তির মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে যা এস.ই.এম (SEM) নামে পরিচিত।

ব্যবসার প্রচারে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর গুরুত্ব (Importance of search engine marketing in business) 

পূর্বে যেকোনো ব্যবসার প্রচারণা অফলাইন মার্কেটিং ও টেলিভিশন এড এর মধ্যেই সীমাবদ্ধ ছিলো। যেহেতু বিশ্বের একটি সিংহভাগ জনসংখ্যা এখন ইন্টারনেট ইউজার তাই এডভান্সড কৌশল হিসেবে বর্তমানে প্রায় সব ধরনের পণ্য ও সার্ভিসের মার্কেটিং এর জন্য অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহৃত হচ্ছে। সার্চ ইঞ্জিন মার্কেটিং কিভাবে একটি ব্যবসার উন্নতিতে কাজ করে থেকে তা নিচে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হলো :

ব্র‍্যান্ড প্রমোশন : সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে খুব সহজেই একটি ব্র‍্যান্ডকে প্রোমোট করা যায়। এটি ব্র‍্যান্ড প্রমোশন এর জন্য খুবই কার্যকরী একটি উপায়।

টার্গেট কাস্টমারের খোঁজ : একটি ব্যবসার জন্য তার টার্গেট অডিয়েন্স খোঁজা ও তাদের সাথে যোগাযোগ এর প্রক্রিয়া সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মৌলিক অংশ। মূলত এটিই সার্চ ইঞ্জিন মার্কেটিং এর আসল উদ্দেশ্য। 

পণ্য বা পরিষেবার অধিক পরিচিতি : সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে একটি পণ্য বা পরিষেবাকে দ্রুত পরিচিতি দেয়া যায়। সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে একটি ব্যবসার অফিশিয়াল ওয়েবসাইটগুলো দ্রুত টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে যেতে সক্ষম হয় যার ফলে সেই প্রতিষ্ঠান পূর্বের তুলনায় অধিক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করে। 

অধিক বিক্রয় : সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে কোন পণ্য বা পরিষেবার বিক্রয় বৃদ্ধি হয়। যেহেতু এটি পেইড মার্কেটিং সিস্টেম তাই সার্চ ইঞ্জিন নিজ দায়িত্বে ব্র‍্যান্ড প্রমোশন করে থাকে ফলে অধিক পরিমান কাস্টমারকে রিচ করা সম্ভব হয় এবং বিক্রিও বৃদ্ধি পেয়ে থাকে। 

উপরিউক্ত আলোচনা থেকে তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে একটি ব্যবসার প্রচার-প্রসার ও অধিক বিক্রয়ে সার্চ ইঞ্জিন মার্কেটিং কতটা কার্যকরী হতে পারে! 

ক্যারিয়ার গঠনে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর ভূমিকা (Role of search engine marketing in carrier building) 

সার্চ ইঞ্জিন মার্কেটিং শিখে এটিকে সঠিকভাবে কাজে লাগিয়ে কিন্তু আপনি একটি ভালো মানের ইনকাম জেনারেট করতে পারেন! চলুন দেখে নেই সার্চ ইঞ্জিন মার্কেটিং শিখে আপনি কিভাবে অর্থ উপার্জন করতে পারেন। 

অনলাইন জব: সার্চ ইঞ্জিন মার্কেটিং শিখে কিন্তু আপনি বিভিন্ন কোম্পানির সাথে অনলাইন জব করতে পারেন। এমন অনেক কোম্পানি আছে যারা নিজেদের ব্র‍্যান্ড প্রমোট করতে এমন কাউকে খুঁজে থাকে যে সার্চ ইঞ্জিন মার্কেটিং এ এক্সপার্ট। এমন কোম্পানির রিকুয়ারমেন্ট পূরণ করে আপনি একটি ভালো মানের লিড ও ইনকাম জেনারেট করতে পারেন। 

পার্ট টাইম ফ্রিল্যান্সিং : ফাইভার (Fiverr), Upwork (আপওয়ার্ক) এর মতো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে কিন্তু সার্চ ইঞ্জিন মার্কেটিং এর ব্যপক চাহিদা রয়েছে। আপনি অবসর সময় কাজে লাগিয়ে এখান থেকে ইনকাম করতে পারেন। 

প্রোডাক্ট সেলিং: সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে কোনো ব্র‍্যান্ড অথবা এফিলিয়েট সাইটের প্রোডাক্ট সেল করে আপনি ইনকাম করতে পারেন। এক্ষেত্রে আপনি ওই পণ্য থেকে একটা নির্দিষ্ট পরিমান লভ্যাংশ কমিশন হিসেবে পেয়ে যাবেন। 

শিখানোর মাধ্যমে ইনকাম : আপনার যদি সার্চ ইঞ্জিন মার্কেটিং বিষয়টি খুব ভালোভাবে জানা থাকে তবে আপনি কিন্তু অন্যদের শেখানোর মাধ্যমেও ইনকাম করতে পারেন। এক্ষেত্রে অনলাইন বা অফলাইন ব্যাচ ও কোর্স এর মাধ্যমেও আপনি অন্যদের শিখিয়ে ইনকাম করতে পারেন। তাহলে আশা করি আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে কিভাবে ইনকাম করা যায়? চলুন এবার জেনে নেই পরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে। 

সার্চ ইঞ্জিন মার্কেটিং কিভাবে শিখবেন? (How to learn search engine marketing?)

সার্চ ইঞ্জিন মার্কেটিং পূর্ণাঙ্গভাবে  শেখার জন্য আমরা দু ধরনের পদক্ষেপ গ্রহণ করবো।

  • প্রাথমিক পদক্ষেপ 
  • চূড়ান্ত পদক্ষেপ 

প্রাথমিক পদক্ষেপে রয়েছে “সার্চ ইঞ্জিন মার্কেটিং সম্পর্কে অধ্যায়ন” এবং চূড়ান্ত পদক্ষেপ হচ্ছে  কোনো “ইন্সটিটিউট এর শেখা”। চলুন এবার এই বিষয়গুলো সম্পর্কে খানিক আলোচনা করা যাক।

সার্চ ইঞ্জিন মার্কেটিং সম্পর্কে অধ্যায়ন: 

যেকোনো কিছুই শেখার পূর্বে সে সম্পর্কে কিছুটা বেসিক ধারণা নেয়া জরুরি। এতে করে আমরা যখন হাতে-কলমে শিখবো তখন খুব সহজেই জিনিসগুলো বুঝতে পারবো। 

সার্চ ইঞ্জিন মার্কেটিং শেখার আগে এটি সম্পর্কে কিছুটা স্টাডি করে নিন। সার্চ ইঞ্জিন মার্কেটিং সম্পর্কিত বিভিন্ন বই, গাইডলাইন, দেশী ও বিদেশী ওয়েবসাইটগুলোর ব্লগ, ফোরাম, গাইডলাইন সম্পর্কিত মোবাইল এপ, ইউটিউব ভিডিও ইত্যাদির মাধ্যমে প্রথমেই সার্চ ইঞ্জিন মার্কেটিং সম্পর্কে একটি ভালো ধারণা নিন। তাহলে আপনার জন্য এটি শেখা খুবই সহজ হয়ে যাবে। তবে আপনি যদি ইতিমধ্যেই এই কাজটি করে থাকেন এবং আপনার মনে হয় যে, সার্চ ইঞ্জিন মার্কেটিং সম্পর্কে আপনার ভালো একটি বেসিক ধারণা রয়েছে। তবে আপনি চূড়ান্ত পদক্ষেপে চলে যেতে পারেন। 

কোনো ইন্সটিটিউট বা মেন্টরের সাথে শেখা:

পূর্ণাঙ্গভাবে “সার্চ ইঞ্জিন মার্কেটিং” শেখার জন্য আপনার প্রয়োজন একটি ইন্সটিটিউট বা একজন সফল মেন্টরের সংস্পর্শ। ব্লগ, ফোরাম পড়ে ও ইউটিউব ভিডিও দেখে আপনি একটি বেসিক বা এডভান্স লেভেলের ধারণাতো পাবেন, তবে হাতে-কলমে কাজ না করলে আপনার জন্য এটি আয়ত্ত্ব করা কঠিন হতে পারে। তাই পূর্ণাঙ্গভাবে বিষয়টি শেখার জন্য আপনার একজন সফল মেন্টরের কাছ থেকে “সার্চ ইঞ্জিন মার্কেটিং” শেখা উচিৎ। 

বর্তমানে এমন বিভিন্ন ইন্সটিটিউট রয়েছে যারা সরাসরি বা অনলাইনে অভিজ্ঞতাসম্পন্ন মেন্টর দ্বারা ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন স্কিল শিখিয়ে থাকে। আপনি এমন একটি অনলাইন বা অফলাইন ইন্সটিটিউট এর সাথে “সার্চ ইঞ্জিন মার্কেটিং” শিখুন। তারা আপনার সসমস্যাগুলোর সলিউশন দেয়ার পাশাপাশি আপনাকে রিয়েল টাইম প্র‍্যাক্টিস করাবে যা আপনাকে দ্রুত শিখতে সহায়তা করবে। 

সার্চ ইঞ্জিন মার্কেটিং শেখার জন্য বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান

সার্চ ইঞ্জিন মার্কেটিং শেখার জন্য বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান (Trusted online institute to learn search engine marketing)

সার্চ ইঞ্জিন মার্কেটিং শেখার জন্য একটি অন্যতম অনলাইন ভার্চুয়াল প্রতিষ্ঠান DIGITONICA FREELANCE ACADEMY.

ডিজিটোনিকার “কম্প্রিহেনসিভ ডিজিটাল মার্কেটিং মাস্টারক্লাস” নামক কোর্স এর মাধ্যমে খুব সহজেই আপনি সার্চ ইঞ্জিন মার্কেটিং শিখতে পারবেন। এখানে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর আরো স্কিল সম্পর্কিত কোর্স রয়েছে যার মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিং এর আগাগোড়া সবই শিখতে পারবেন। এই প্রতিষ্ঠানের কোর্সগুলো বিগিনারদের কথা মাথায় রেখে বেসিক লেভেলের ক্লাস থেকে শুরু করা হয়েছে যা সব ধরনের শিক্ষার্থীর জন্যই বেস্ট! ডিজিটোনিকার এডভান্সড সার্চ ইঞ্জিন মার্কেটিং কোর্স এ যা যা রয়েছে:

  1. সার্চ ইঞ্জিন পরিচিতি
  2. সেট আপ ও স্ট্র‍্যাটেজি কন্সাল্টেশন 
  3. এড টাইপস
  4. এস.ই.এম ম্যানেজমেন্ট ও ক্যাম্পেইন অপ্টিমাইজেশন 
  5. এড রিভিউ ও অপ্টিমাইজেশন টেকনিক

এই কোর্সটি পেয়ে যাবেন ডিজিটোনিকার অফিশিয়াল সাইটে। কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে ও কোর্সটি আপনার কার্টে যুক্ত করতে নিচে ক্লিক করুন: Add to cart

শেষ কথা (Last summary) 

ডিজিটাল মার্কেটিং একটি সম্ভাবনাময় ক্ষেত্র যার মধ্যে সার্চ ইঞ্জিন মার্কেটিং (এস.ই.এম) অন্যতম। বর্তমানে বহুল সংখ্যক ফ্রিল্যান্সার এই  “এস.ই.এম ” শিখে প্রতি মাসে একটি ভালো ইনকাম জেনারেট করার মাধ্যমে সাবলম্বী হচ্ছে। এমন অনেকেই আছেন যারা এই বিষয়টি শিখতে চায় তবে গাইডলাইনের অভাবে কিভাবে ও কোথা থেকে শুরু করবে তা বুঝতে পারেনা। আশা করি আজকের আর্টিকেলের মাধ্যমে সেই সব পাঠকদের বহু অজানা প্রশ্নের উত্তর দিতে পেরেছি।

5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
SIRAJUL ISLAM SUNNY

thanks for this informative article! I’ve been on the lookout for a reliable source to learn SEM, and your recommendations are just what I needed. Excited to dive into the world of Search Engine Marketing and put these tips into action.