ফটোগ্রাফি করে আয় – অনলাইনে ছবি বিক্রি করে আয় করার সহজ উপায়!

make-mony-with-photography

আপনার ফটোগ্রাফি করতে ভালো লাগে? আপনি জানেন কি ফটোগ্রাফি করে সহজেই আয় করা যায়? আজকের পোস্টে আমরা দেখাব কিভাবে ফটোগ্রাফি করে সহজেই আয় করতে পারেন!

ফটোগ্রাফি বিষয়টির সাথে  আমরা ওতপ্রোতভাবে জড়িত। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ফটোগ্রাফির অনেক প্রয়োজনীয়তা লক্ষ্য করতে পারি। কিছুদিন আগে ক্যামেরার মাধ্যমে মানুষ ফটোগ্রাফিকে  সীমাবদ্ধ করে রাখছিল কিন্তু বর্তমানে স্মার্টফোনের সহজলভ্যতার কারণে ফটোগ্রাফি বিষয়টি আরও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ।আমরা প্রত্যেকে ছবি তুলতে পছন্দ করি।  আমরা প্রতিদিন স্মৃতির পাতা সংরক্ষণ করতে অনেক আগ্রহী।  একটি ছবি একটি পুরো ঘটনার বর্ণনা দিতে পারে।  হাজারো বাক্য সম্বলিত একটি কাহিনীকে একটি ছবির মাধ্যমে প্রকাশ করা যেতে পারে। কোন কিছু না বলে না লিখে শুধুমাত্র একটি চিত্রের মাধ্যমে অর্থবহ ভাবের আদান-প্রদান করা যায়।

ফটোগ্রাফি কি শুধুই শখ?

বেশিরভাগ সময়ে আমরা ফটোগ্রাফিকে  একটি শখের  বিষয় হিসেবে বিবেচনা করে আসছি।  কিন্তু দিনের পালাবদলের সাথে সাথে ফটোগ্রাফির চাহিদা বেড়েছে এবং একজন প্রফেশনাল ফটোগ্রাফারের চাহিদাও তুলনামূলকভাবে বাড়ছে।  ফটোগ্রাফি একটি শিল্প এই শিল্পের মধ্য দিয়ে প্রকৃতি,  মানুষের আচার-ব্যবহার ব্যক্তিত্ব ইত্যাদিকে প্রকাশ করা যায় শুধুমাত্র চিত্রের মাধ্যমে। কমবেশি আমরা প্রত্যেকে আমাদের কাছে থাকায় স্মার্টফোনের মাধ্যমে ছবি তুলতে পারি কিন্তু প্রত্যেকটি ছবির সঠিক অর্থবহতা বিদ্যমান থাকে না।  একজন দক্ষ ফটোগ্রাফার যেকোনো ছবির মিনিং দিতে পারে।

ফটোগ্রাফি একটি পুরো শেখার বিষয়। অন্যান্য কাজ গুলোর মত ফটোগ্রাফি আজকাল অনেক দামী একটি পেশা । আমরা বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে পারি ওয়েডিং ফটোগ্রাফি বিভিন্ন অনুষ্ঠানে ফটোগ্রাফি। এককালে যদিও আমরা ফটোগ্রাফিকে একটি শখের বিষয় হিসেবে বিবেচনা করেছিলাম কিন্তু বর্তমানে এটা একটি পেশা হিসেবে বিবেচনা করা হয়।  এই পেশার চাহিদা ক্রমবর্ধমান।   ফটোগ্রাফির মাধ্যমে আমরা বিভিন্নভাবে উপার্জন করতে পারি।  প্যাসিভ ইনকাম এর ক্ষেত্রে ফটোগ্রাফির অবদান অতুলনীয়।

ফটোগ্রাফি করে আয় করার সহজ উপায়:

যেহেতু একজন ফটোগ্রাফার একটি ছবিকে সুনিপুণভাবে ফুটিয়ে তোলার মাধ্যমে সকলকে মুগ্ধ করতে পারে। মানুষ যদি মুগ্ধ  হয় যেকোনো ফটোগ্রাফ কিনতে আগ্রহ প্রকাশ করে থাকে। ফটোগ্রাফি করে  আয়ের একটি অন্যতম উৎস হচ্ছে ফটোগ্রাফি বিক্রি করে আয়।  মূলত ফটোগ্রাফাররা বিভিন্ন প্রকৃতি বিরল ছবি এবং অর্থপূর্ণ বিভিন্ন প্রকার দৃশ্য ক্যামেরায় ধারণ করে সেটাকে প্রদর্শনের মধ্য দিয়ে সবাইকে বিমোহিত করে থাকে। সৌখিন এবং শিল্প প্রিয় মানুষগুলো এটিকে বিচার করার মধ্য দিয়ে একটি মানদণ্ড দিয়ে থাকে।  ফটোগ্রাফারদের জন্য বিভিন্ন এক্সিবিশন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ থাকে।  তাছাড়া বিভিন্ন অনলাইন প্লাটফর্মে ফটোগ্রাফাররা তাদের  ফটো বিক্রি করতে পারেন।  এবং বিভিন্ন মানুষের ফটো তুলে দিয়ে ইনস্ট্যান্ট আর্নিং করতে পারেন।

তবে প্রফেশনাল ফটোগ্রাফার দের জন্য একটি নির্দিষ্ট এবং নিশ্চিত আর্নিং সোর্স ক্রিয়েট করা প্রয়োজন।

ইন্টারনেটে আমরা ফটোগ্রাফি দিয়ে দু’ভাবে আর্নিং করতে পারি:

১.  ছবি শেয়ার করার মাধ্যমে আয়।

২. ছবি বিক্রি করার মাধ্যমে আয়।

আমাদের কাছে সবচেয়ে বেশি পছন্দের এবং বহুল ব্যবহৃত হচ্ছে ছবি বিক্রি করার মাধ্যমে আয়। ইন্টারনেটে অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট গুলোর মাধ্যমে আমরা ছবি বিক্রয় করতে পারি। বিভিন্ন প্রতিষ্ঠান বা কোম্পানি ছবিগুলো ক্রয় করে অর্থাৎ ছবির কপিরাইট নিয়ে তারা নিজেদের কাজে ব্যবহার করে । নিচে কিছু ওয়েবসাইট দেওয়া হলো যেগুলোতে ছবি বিক্রি করার মাধ্যমে আয় করা যেতে পারে।

এই ওয়েবসাইটগুলোতে আমরা ছবি আপলোড করে রাখতে পারি।  আমরা প্রথমত একটি অ্যাকাউন্ট খোলার মাধ্যমে মেম্বারশিপ লাভ করব এই ওয়েবসাইটগুলোতে । তারপর আমরা এই ওয়েবসাইটগুলোতে আমাদের ছবিগুলো কন্ট্রিবিউট করবো যার মাধ্যমে নির্দিষ্ট ভোক্তার কাছে ছবিগুলো পৌঁছাতে পারবো।  অনেক প্রতিষ্ঠান এই ছবিগুলো ক্রয় করার পর সেগুলো নিজেদের কাজে ব্যবহার করে যেমন   নিউজপেপার বিভিন্ন অনলাইন আর্টিকেল রাইটিং সাইট,  বিভিন্ন কন্টেন্ট তৈরীর ক্ষেত্রে প্রয়োজন হয় । সেগুলো আমরা শুধুমাত্র একজন ভালো ফটোগ্রাফার এর কাছ থেকে নিতে পারি। ওয়েবসাইটগুলো মার্কেটপ্লেস হিসেবে কাজ করে সে কারণে এগুলো কিছু কমিশন রেখে কন্ট্রিবিউটর দের বাকি টাকা দিয়ে দেয়।

অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই একজন ভালো ফটোগ্রাফার তার দক্ষতা দেখিয়ে মানুষকে সন্তুষ্ট করতে পারে। এখন মানুষ প্রচুর সৌখিন এবং  প্রত্যেকটি মুহূর্ত মানুষ ফ্রেমে রেখে দিতে চায়। আর কোন জিনিস ফ্রেমে  রেখে দিতে চাইলে বর্তমানে অন্যতম যে মাধ্যমটি সেটি হল ফটোগ্রাফি। ফটোগ্রাফি যতটা উন্নত মানের হবে  ততটা স্মৃতির মধ্যে গভীরতা খুঁজে পাওয়া যাবে।

আপনি যাই বলুন ফটোগ্রাফি কেউ শুরু করলে বর্তমানে সেটা শেখ ক্যারিয়ারে রূপান্তরিত করতে পারে।

এজেন্সি তে কাজ করে ফটোগ্রাফি থেকে আয়:

একটি এজেন্সি  তার তথ্যকে ভিজুয়ালাইজ করতে অনেক উপায় অবলম্বন করে। তার বিজনেস পলিসিতে নতুনত্ব আনতে গিয়ে এবং ভোক্তাদের কে বোঝাতে গিয়ে অনেক চিত্রের সংকলন  করে থাকে।  বিভিন্ন পরিসংখ্যানগত তথ্য-উপাত্ত বা বিভিন্ন ডায়াগ্রামের এর মাধ্যমে উপস্থাপন করলেও চিত্রের মাধ্যমে উপস্থাপন করা যায়। একটি ফটোগ্রাফ মানে নতুনত্ব,  সৃজনশীল এটার মধ্যে কোন ভেজালের মিশ্রণ নাই।  একটি এজেন্সি একজন প্রফেশনাল ফটোগ্রাফারকে  তার কাজের জন্য রাখতে পারে। এভাবে একজন ফটোগ্রাফার একটি এজেন্সিতে কাজ করে তার ক্যারিয়ার দাঁড় করাতে পারে।  যদিও শখের বশে ফটোগ্রাফি শুরু করা হয় কিন্তু অবশেষে এটি রূপান্তরিত হয় নিজের  প্রয়োজনে।

earn-with-pothography

যেভাবে অনলাইনে ছবি বিক্রি করে অর্থ উপার্জন করবো এবং কয়েকটি ওয়েবসাইট এর বিবরণ:

আপনি হয়তো চিন্তায় আছেন যে আপনার ছবি  কে  কিনবে? বা কেন কিনবে? । আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না একটি মানসম্মত ছবির কি পরিমানে চাহিদা মার্কেটপ্লেসে রয়েছে।  আজকাল ডিজিটাল প্রযুক্তির যুগ, এ যুগে ঘরে ঘরে গড়ে উঠেছে হাজার ফ্রিল্যান্সার ।ডিজিটাল মার্কেটিং এর উপর গড়ে উঠেছে নানা প্রতিষ্ঠান। মানুষকে  শুধু টেক্সটের মাধ্যমে আকর্ষণ করা যায় না মানুষকে আকর্ষণ করতে হলে দরকার পড়ে চমৎকার  অনন্য  মানের ছবি। বিভিন্ন ওয়েবসাইটের মালিক ব্লগার,অনলাইন বিজনেসম্যান, তাদের প্রোডাক্ট বা সেবার   বিজ্ঞাপন, প্রমোশন,  প্যাকেজিং রাইটিং , ডিজাইনের  জন্য  উচ্চমানের কোয়ালিটি সম্পন্ন এবং কপিরাইট ফ্রি ছবি নিয়ে  থাকে।  একটি ভাল মানের ছবি একটি বিজনেস  গ্রোথকে ত্বরান্বিত করতে পারে।

আরো পড়ুনঃ ফাইভার থেকে টাকা আয় করার সহজ উপায়!

আর প্রকৃত পক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান ছবি তোলার পর্যাপ্ত সময় হয় না।  যদিও সময় হয় কিন্তু তারা ছবি তোলায় এক্সপার্ট না সে কারণে তারা বিভিন্ন ওয়েবসাইট গুলো থেকে ছবি সংগ্রহ করে তাদের কাজের জন্য ব্যবহার করে থাকে এবং যথাযথ মূল্য দিয়ে সেটা কিনে ফটোগ্রাফারদের  উৎসাহিত করে।

ছবি বিক্রি করে কত টাকা পর্যন্ত আয় করা যায় :

আপনি ছবি বিক্রি করার মাধ্যমে কত টাকা পর্যন্ত আয় করতে পারবেন সেটা ঠিক বলায়  যায় না।  কিন্ত আয় টা পুরোপুরি নির্ভর করে আপনার ছবির গুনগত মানের উপর  ও আপনার ছবিগুলো কতবার স্টক ইমেজ ওয়েবসাইট গুলো থেকে ডাউনলোড হয়। প্রায় মাসিক ৩০-৪০ হাজার টাকা আয়  করা সম্ভব শুধু ফটোগ্রাফি ক্যারিয়ারের মাধ্যমে।

কিছু উল্লেখযোগ্য অনলাইন ছবি বিক্রি  করার সাইট:

Shutterstock.com

অনলাইনে ছবি বিক্রি করার সাইটগুলোর মধ্যে এটি একটি  জনপ্রিয় ওয়েবসাইট। একজন ফটোগ্রাফার হিসেবে আপনি মার্কেটপ্লেস থেকে দীর্ঘ সময় ধরে কাজ করতে পারবেন এবং দীর্ঘ সময়ে কাজ করার ফলে আপনি প্রচুর এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে সেটার মাধ্যমে পরবর্তীতে এখানে হাইলি ডিমান্ডেড একজন ফটোগ্রাফার হতে পারবেন। এই ওয়েবসাইটটিতে প্রায় 100 মিলিয়ন এর   ছবি রয়েছে। এবং নিত্যনতুন বিভিন্ন ছবির আপডেটে এই সাইটের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । একজন নিয়মিত ছবি আপলোড কারী ফটোগ্রাফার এই ওয়েব সাইট থেকে মিনিমাম 120 ডলার পর্যন্ত আয় করতে পারে।  প্রতিমাসে এই ওয়েবসাইটটি তার কন্ট্রিবিউটরদেরকে পেমেন্ট দিয়ে থাকে।  যত বেশি ছবি আপলোড করবেন তত বেশি ইনকাম করার সুযোগ সুবিধা রয়েছে এই ওয়েবসাইট থেকে।

Adobe stock :

এটি একটি জনপ্রিয় স্টক ইমেজ ওয়েবসাইট। রেগুলার হাজার হাজার ফ্রিল্যান্সার এবং বহু প্রতিষ্ঠান কোম্পানি এই ওয়েবসাইট থেকে ছবি সংগ্রহ করে । এই ওয়েবসাইটে প্রিমিয়াম কোয়ালিটির সবই পাওয়া যায়। Adobe stock  এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে 25 ডলার হলেই  ক্যাশ পেপালের মাধ্যমে  উইথড্র করা যায়।

Can stock photo:

পেমেন্ট প্রদানের দিক থেকে canstockphoto.com  ওয়েব সাইটটির জনপ্রিয়তা শীর্ষে। 50 ডলার আয় করতে পারলে আপনি  উইথড্রো দিতে পারবেন। যত ছবি আপলোড করা যাবে ততো   আয়ের সম্ভাবনা বেড়ে যাবে ।  কারণ প্রত্যেকটি ছবি ডাউনলোড এর জন্য এই ওয়েবসাইটটি ছবি আপলোড কারীকে 50 পার্সেন্ট পর্যন্ত কমিশন দিয়ে থাকে।  আপনি যদি একটি বিশ্বস্ত ও উপযুক্ত ছবি বিক্রি করার প্ল্যাটফর্ম খুঁজে থাকেন তাহলে Can stock photo আপনার জন্য উপযুক্ত ছবি আপলোড করে আয় করার সাইট।

আপনার যদি ছবি তোলার প্রতি প্যাশন থাকে ফটোগ্রাফি নিয়ে যদি পর্যাপ্ত জ্ঞান থাকে তাহলে আপনি এই জ্ঞান ও দক্ষতা কে কাজে লাগিয়ে ক্যারিয়ার দাঁড় করাতে পারেন।  আপনার সখ আপনার প্রিয়জনকে আপনি অর্থে রূপান্তরিত করতে পারেন শুধুমাত্র অনলাইন প্লাটফর্মে ফটোগ্রাফির দাঁড়ায়। অদূর ভবিষ্যতে ফটোগ্রাফার হয়ে ক্যারিয়ার গড়ার চাহিদা খুবই সম্ভাবনাময়।  কেউ তার ছবি তোলার  শখ পেশাগতভাবে ব্যবহার করে আনায়াসে একটি ভালো ক্যারিয়ার দাঁড় করাতে পারে ।

এতক্ষণ ধৈর্য ধরে পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ! পোস্টটি সম্পর্কে আপনার মতামত অথবা ফটোগ্রাফি নিয়ে আপনার ভাবনা কি তা আমাদের জানান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

[…] অনুবাদের ক্ষেত্রে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত পেয়ে থাকেন। আর অনুবাদের […]